পদ্মা সেতু উঠার সময় সেতু নয় প্রধানমন্ত্রীকে দেখি : নিক্সন চৌধুরী

সংগৃহীত ছবি

পদ্মা সেতু উঠার সময় সেতু নয় প্রধানমন্ত্রীকে দেখি : নিক্সন চৌধুরী

অনলাইন ডেস্ক

আজ রোববার ভোর ৫টা ৪০ মিনিট থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতুতে। এদিন ভিড় ছিল দর্শানার্থীদের। যাত্রীরা স্বস্তিতে ঢাকায় আসা-যাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। সেতুতে যান চলাচলের প্রথম দিনে সেতু পার হন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

এ সময় তার সঙ্গে ছিল বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন।

এ সময় নিক্সন চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হন। নিক্সন চৌধুরী বলেন, নিজস্ব অর্থায়নে আমাদের স্বপ্নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। আজকে প্রথম পদ্মা সেতুতে উঠছি এটা যে কত খুশি, কত আনন্দ তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

আমরা এই সেতুতে উঠার সময় সেতু নয় মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি। দক্ষিণাঞ্চলে প্রায় ৩ কোটি মানুষ উপকৃত হয়েছে।  

তিনি বলেন, পদ্মা সেতুতে গিয়ে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে শেখের বেটি সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন সারা বিশ্বকে। এটা আমাদের চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতু বাস্তবায়ন করে তিনি দেখিয়ে দিয়েছেন যে শেখের বেটি শেখ হাসিনা।  

তিনি আরও বলেন, এ অঞ্চলে এখন বিভিন্ন শিল্প কারখানা হবে। এ অঞ্চলের কৃষকরা এখন এক ঘণ্টার মধ্যে ঢাকা গিয়ে পণ্য বিক্রি করতে পারবে। ফলে এ অঞ্চলে অর্থনৈতিক একটি বিপ্লব ঘটবে বলে আমি মনে করি।

news24bd.tv/কামরুল