জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। যান চলাচল শুরু হয়েছে স্বপ্নের সেতুতে। তবে যান চলাচলের প্রথম দিনেই দুর্ঘটনা ঘটল সেতুটিতে।
রোববার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন। তিনি বলেন,‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে। ’
এ দিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
news24bd.tv/মামুন