বসুন্ধরার ত্রাণ পেয়ে বৃদ্ধা বললেন, ‘আল্লাহ ওমার ভালো করুক’

কুড়িগ্রামে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

বসুন্ধরার ত্রাণ পেয়ে বৃদ্ধা বললেন, ‘আল্লাহ ওমার ভালো করুক’

অনলাইন ডেস্ক

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং পরিচালক ইয়াশা সোবহানের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। রোববার সকাল ১১টায় ব্রহ্মপুত্র নদ বিধৌত কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা, থানাহাট, নয়ার চর ইউনিয়নের আড়াইশতাধিক পরিবার এবং বিকেলে নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদ লাগোয়া বেরুবাড়ী ও কালীগঞ্জ ইউনিয়নের আরো আড়াই শতাধিক বানভাসী মানুষের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।

চিলমারী উপজেলার থানাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ নিতে আসা ভাটিপাড়া পুটিমারী এলাকার বানভাসী শাহারবানু (৬৫) আবেগ আপ্লুত হয়ে জানালেন, বানের পানিত ৮/৯ দিন ধরি ভাইসলোং। বাড়িতে পানি থাকায় বাঁধে আশ্রয় নিয়া আছি।

সামান্য চিড়া-মুড়ি আছিলো তাও শ্যাস। এই ত্রাণ পায়া জানে পানি আসিল। কয়দিন খাবার পামো। আল্লাহ ওমার (বসুন্ধরা গ্রুপের) ভালো করুক।

news24bd.tv/তৌহিদ