সেন্ট লুসিয়ায় বাংলাদেশ-ওয়েস্ট উইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দিনের শুরুটা ভালোই করেছেন বাংলাদেশি বোলাররা। ২৩ রান দিয়েই তারা তুলে নিয়েছেন দুটি উইকেট।
সকালে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন অলরাউন্ডার মিরাজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ সাত উইকেটে ৩৭৬ রান। তাদের লিড এখন পর্যন্ত ১৪২ রানের। আপাতত বৃষ্টির জন্য বন্ধ রয়েছে খেলা।
সেঞ্চুরি করে ১৪০ রানে অপরাজিত রয়েছেনকাইল মায়ার্স। সঙ্গে সাত রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন কেমার রোচ।
বাউন্সি উইকেটে প্রথম ইনিংসে ২৩৪ থামে টাইগাররা। তবে নিজেদের মাঠে স্বাচ্ছন্দ্যে খেলে ক্যারিবীয়রা। প্রথম উইকেট জুটিতে ১০০ রান করে তারা। ক্যাম্পেবলকে ফেরান পেসার শরিফুল। এরপর অধিনায়ক ব্রাথওয়েটেকে ফেরান মিরাজ।
news24bd.tv/mamun