‘একদিনের জন্য টয়লেট নির্মাণে ব্যয় ৯ কোটি, এটি অমানবিক’

‘একদিনের জন্য টয়লেট নির্মাণে ব্যয় ৯ কোটি, এটি অমানবিক’

অনলাইন ডেস্ক

‘ত্রাণ না পেয়ে বন্যাদুর্গত মানুষ অর্ধাহারে অনাহারে মানবেতর অবস্থায় দিন যাপন করছে। এই মানুষগুলো সরকারের কাছ থেকে ভিক্ষা চায় না, মালিকানার হিস্যা চায়। ’

গতকাল রোববার কিশোরগঞ্জ জেলার বন্যাকবলিত হাওড় অঞ্চল পরিদর্শন করে এ কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ইটনা উপজেলা সদর এবং ধনপুর ইউনিয়নে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

মির্জা আব্বাস বলেন, একজন ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য হাওড়ের ভেতর দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে ঢলের পানি নামতে পারছে না।

পদ্মা সেতু উদ্বোধনের নামে টাকা অপচয়ের সমালোচনা করে তিনি বলেন, জনগণের সরকার হলে জনগণের দুঃসময়ে এসব করতো না। ত্রাণের জন্য অপ্রতুল বরাদ্দ দিয়ে সেতু প্রাঙ্গণে আওয়ামী নেতাকর্মীদের জন্য নয় কোটি টাকা ব্যয় করে একদিনের জন্য টয়লেট নির্মাণ করা হয়েছে।

জেলায় জেলায় আলোকসজ্জা,আতশবাজি উৎসবের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটি অমানবিক ও দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে উপহাস।

‌‘বিএনপি জনগণের দল বলেই বিরোধী দলে থেকেও নেতাকর্মীরা নিজেদের তহবিল থেকে দুর্গত মানুষকে সহায়তা করছে’ বলেন মির্জা আব্বাস।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক