২০ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় কত জানেন?

২০ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় কত জানেন?

২০ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় কত জানেন?

অনলাইন ডেস্ক

শনিবার (২৫ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। এর পরদিন রোববার ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। যান চলাচলে প্রথম ২০ ঘণ্টায় সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই সময় দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ২৬ হাজার ৫৮৯ যান থেকে আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা প্রান্ত থেকে ২৪ হাজার ৭২৭ গাড়িতে আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

এর আগে, প্রথম ৮ ঘণ্টায় দুই পাড়ে মোট ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় হয়।

অন্যদিকে রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় আয় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা (প্রায় দেড় কোটি টাকা)। প্রথম ১৫ ঘণ্টায় মোট পারাপার হয়েছে ৩৮ হাজার ৭৮৫টি যানবাহন।

পদ্মা সেতু দেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হলো। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাংশের সংযোগ ঘটেছে।

news24bd.tv/রিমু