এবার নতুন কায়দায় পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

সংগৃহীত ছবি

এবার নতুন কায়দায় পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে আজ সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সেতু বিভাগ প্রজ্ঞাপন দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলে কয়েকজন বাইকার জোর করে সেতু পার হওয়ার চেষ্টা করে।

এ সময় তাদেরকে বিক্ষোভ করতে দেখা যায়।

অনেককে আবার পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।

এ ব্যাপারে মোটরসাইকেলের এক চালক বলেন, সেতুর ওপারে গুরুত্বপূর্ণ কাজ আছে। নিষেধাজ্ঞা দিলেও সেতু পার হতে হবে। এ কারণেই এ কায়দা অবলম্বান করেছি।

মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে বলেও জানানা তিনি।

এর আগে সেতুর মাওয়া প্রান্তে রোববার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। তারপরেই অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করে সেতু বিভাগ।

গতকাল রোববার যান চলাচলের জন্য পদ্মা সেতুর খুলে দেওয়া হয়। প্রথম দিনেই ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে অনেকেই দেখা গেছে সেতুর নাটবল্টু খোলা, ছবি তোলা, টিকটক বানানো, মূত্র বিসর্জনসহ নানান ঘটনা ঘটিয়েছেন। সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃৃপক্ষ।

news24bd.tv/রিমু