জ্বালানি সংকটে কলম্বোতে স্কুল বন্ধ ঘোষণা

জ্বালানি তেলের সঙ্কটের কারণে দীর্ঘ সারিতে থাকা লোকজনকে জ্বালানি দিতে রাজধানী কলম্বোয় সোমবার বিশেষ টোকেন দিচ্ছেন দেশটির বিমানবাহিনীর সদস্যরা। ছবি : রয়টার্স

জ্বালানি সংকটে কলম্বোতে স্কুল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

সাত দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ্বালানির মজুদ সীমিত হয়ে যাওয়ায় দেশটির রাজধানী কলম্বোয় স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। অফিস-আদালতে না গিয়ে ঘরে থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ সোমবার এসব তথ্য জানানো হয়।

আজ সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় জ্বালানি বণ্টন ব্যবস্থাপনায় বিমানবাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয়।

তেল ও গ্যাস পাম্পগুলোতে দীর্ঘ সারিতে থাকা গাড়িগুলোকে বিমানবাহিনীর সদস্যদের মাধ্যমে বিশেষ টোকেন দিয়ে জ্বালানি দেওয়া হয়।

দুই কোটি ২০ লাখ মানুষের দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়ায় লোকজনের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও খাদ্য আমদানি করা কঠিন হয়ে পড়ছে।

আমদানি হলে জ্বালানি পাবেন এমন একটি টোকেন পাওয়া ৬৭ বছর বয়সি অটোরিকশা চালক ডব্লিউ ডি সিলভা রয়টার্সকে বলেন, ‘চার দিন ধরে লাইনে আছি, এই সময়ে আমি ঠিক মতো ঘুমাইনি, এমনকি খেতেও পারিনি। ’

কলম্বোয় জ্বালানির দীর্ঘ সারিতে থাকা শেলটন বলেন, ‘আমরা আয়-উপার্জন করতে পারছি না।

ফলে পরিবারের লোকজনও খেতে পাচ্ছে না। এমনকি পাঁচ কিলোমিটার দূরে বাড়িতেও যেতে পারছি না। ’

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা গতকাল রোববার বলেন, ‘প্রায় ৯ হাজার টন ডিজেল আর ছয় হাজার টন পেট্রোল মজুদ রয়েছে। নতুন করে কোনো জ্বালানিবাহী জাহাজও আসার কথা নেই। ’

news24bd.tv/আলী