শিশুদের মধ্যে যারা পাবেন করোনার টিকা

প্রতীকী ছবি

শিশুদের মধ্যে যারা পাবেন করোনার টিকা

অনলাইন ডেস্ক

দেশে এবার ৫-১২ বছর বয়সী শিশুদেরও ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন,   টিকা দিতে হলে জন্ম নিবন্ধনের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।  

সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাক্সিন ডেপ্লোয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক গণমাধ্যমকে জানান, দেশের ৭০ শতাংশ মানুষকে করোনার পূর্ণ দুই ডোজ টিকা দিতে সক্ষম হওয়ায় আমরা গর্বিত।

 

২০২১ সালের ২৭ জানুয়ারি, বাংলাদেশে প্রথম পরীক্ষামূলকভাবে করোনা টিকাদান শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিস্তৃত পরিসরে টিকা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ছয়টি প্রতিষ্ঠানের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন।

 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ কোভিড ভ্যাকসিন আপডেট অনুযায়ী, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ৮০৯ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯৯ হাজার ২৪৫ জনকে। এ ছাড়া ২ কোটি ৮৬  লাখ ১৫ হাজার ৫৪৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

News24bd.tv/ মল্লিকা