দ্রুতই বিশেষ বাহিনীতে তিন লাখ সেনা বাড়াবে ন্যাটো

সংগৃহীত ছবি

দ্রুতই বিশেষ বাহিনীতে তিন লাখ সেনা বাড়াবে ন্যাটো

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট ন্যাটো। ৩০ দেশের এই জোটের রেসপন্স টিমের সেনা সদস্য আরও বাড়ানো হবে। সামরিক জোটটিতে নতুন করে তিন লাখ সদস্য যুক্ত করা হবে। এ কথা জানিয়েছেন খোদ সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

সোমবার তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স ও আরটি।

তিনি বলেন, ন্যাটো বাহিনীর রেসপন্স টিমে অন্তত তিন লাখ নতুন সেনা সদস্য যোগ করা হবে। সামনের সপ্তাহে মাদ্রিদে ন্যাটোভুক্ত দেশগুলোর সম্মেলন হবে।

এর আগেই এমন বার্তা দিলো সংস্থাটির মহাসচিব। বর্তমানে ন্যাটোর বিশেষ এই বাহিনীতে ৪০ হাজার সেনা সদস্য রয়েছে।

২০১০ সালে ন্যাটোর সম্মেলন থেকে রাশিয়াকে কৌশলগত অংশীদার বলে গণ্য করা হতো। তবে ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য আসন্ন সম্মেলনে দেশটির সম্পর্কে তাদের মতামতের পরিবর্তন আনা হবে ।

গত সপ্তাহে স্টলটেনবার্গ বলেছিলেন, আমার ধারণা জোটভুক্ত দেশগুলো রাশিয়াকে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করছে। কৌশলগত অংশীদার ধারণার ক্ষেত্রে দেশটিকে রাখা হবে না এ নিয়ে আমরা মাদ্রিদে একমত হব।

News24bd.tv/Mamun