দক্ষিণের বিভিন্ন রুটে বেড়েছে গাড়ির চাপ

সংগৃহীত ছবি

প্রথম দিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ

 দক্ষিণের বিভিন্ন রুটে বেড়েছে গাড়ির চাপ

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু খোলায় দক্ষিণের বিভিন্ন রুটে বেড়েছে গাড়ির চাপ। প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজারের বেশি যানবাহন। টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ টাকার বেশি। তবে নিষেধাজ্ঞা আসায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা।

 

অনেককেই দেখা গেছে পিকআপে করে সেতু পারি দিতে। আর কেউ কেউ আগের মতোই, ফেরিতে করে পার হয়েছেন পদ্মা। বরিশাল ও মুন্সীগঞ্জ প্রতিনিধির পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট।  স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রা হয়েছে সহজ; বেড়েছে গাড়ির সংখ্যা।

ঢাকা-বরিশাল-কুয়াকাটার পথের বিড়ম্বনা কমে আসায় যাত্রাপথে সময়ও লাগছে কম।

এদিকে, চাপ সামাল দিতে সাময়িক উদ্যোগের কথা জানিয়েছে সড়ক বিভাগ। আর চওড়া সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে বলে জানান বরিশালের বিভাগীয় কমিশনার।

প্রথম দিনে সেতু পার হয়েছে ৫১ হাজার ৩১৬টি যানবাহন। যাতে টোল এসেছে ২ কোটি টাকার বেশি। তবে নিষেধাজ্ঞায় থমকে গেছে সেতুতে মোটরসাইকেল চলাচল। অনেককেই দেখা গেছে পিকআপে নিজের বাইক তুলে পথ পারি দিতে।

মোটরসাইকেল চালকদের নৌপথে শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পারাপার হবার আহ্বান জানান সেতু বিভাগের কর্মকর্তারা। অনেকেই তাই বেছে নিয়েছেন এই পথ।

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর