পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে উল্টে গেল পেঁয়াজ বোঝাই ট্রাক

সংগৃহীত ছবি

পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে উল্টে গেল পেঁয়াজ বোঝাই ট্রাক

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্ট সড়কে পেঁয়াজ বোঝাই ট্রাক উল্টে গিয়ে তিনজন আহত হয়েছে। সোমবার পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিন বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে মাওয়া টোল প্লাজার কাছে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, দ্রুত গতিতে গাড়িটি ঢাকার দিকে আসছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ জানিয়েছেন, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে রাজধানী ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

news24bd.tv/কামরুল