জিলহজ মাসের চাঁদ নিয়ে যা বললো সৌদি

প্রতীকী ছবি

জিলহজ মাসের চাঁদ নিয়ে যা বললো সৌদি

অনলাইন ডেস্ক

সৌদি আরবের সুপ্রিম কোর্ট বুধবার (২৯ জুন) সন্ধ্যায় ইসলামিক মাস জিলহজের নতুন চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের আহ্বান জানিয়েছে। সোমবার (২৭ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে জিলহজ মাসের তারিখ গণনা শুরু হয়। মাসটিতে মুসলমানরা হজ পালন এবং ঈদুল আজহা উদযাপন করে।

যারা খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পাবেন, তাদেরকে আদালতে রিপোর্ট করতে এবং সাক্ষ্য নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট৷

মুসলিম সম্প্রদায় চান্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে, যা ৩৫৪ বা ৩৫৫ দিনে ১২ মাস নিয়ে এক বছর হয়।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানকে জীবনে অন্তত একবার হজ করা বাধ্যতামূলক।

news24bd.tv/আলী