আরও ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত 

প্রতীকী ছবি

আরও ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের আরও ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত হয়েছে। সোমবার (২৭ জুন) হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিস জানিয়েছে বাংলাদেশের বাকি ২০ হাজার হজযাত্রীর মধ্যে ১১ হাজার হজযাত্রীর ভিসা প্রস্তুত হয়েছে।

হজ অফিস জানায়, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ২০০ জন যাত্রী সৌদি পৌঁছেছেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ জন।

এ ছাড়া এখন পর্যন্ত ১১২টি হজ ফ্লাইট সৌদি গেছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ও ফ্লাইনাসের পাঁচটি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে।

এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর