বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রবার্ট মিলার

আর্ল রবার্ট মিলার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রবার্ট মিলার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ পেতে যাচ্ছেন আর্ল রবার্ট মিলার। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন করলে শিগগিরই মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন মিলার। মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে।

 

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি।

এল সালভেদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও ইরাকে মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও আর্ল রবার্ট মিলার কাজ করেছেন।  আর ২০১৪ সাল থেকে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের পালন করে আসছেন।  

১৯৮১ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেন এই কূটনীতিবিদ।



ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক মিলার তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এল সালভেদরে কর্মরত অবস্থায় সে দেশেরই নারী আনাকে বিয়ে করেছিলেন তিনি।  


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর