টেক্সাসে লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার 

সংগৃহীত ছবি

টেক্সাসে লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান আন্তোনিওর উপকণ্ঠে একটি লরি থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই অভিবাসী। এরমধ্যে ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ছবিতে দেখা যায়, বড় একটি লরির চারপাশে বেশ কিছু সংখ্যক জরুরি উদ্ধারকর্মী ভিড় করে আছেন।

কেএসএটি টিভি চ্যানেলের মতে, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিমে রেল ট্র্যাকের পাশ থেকে উদ্ধার করা হয়।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খোঁজ করছে।

টেক্সাসে অবস্থিত সান আন্তোনিও মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাব্যাটো মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে সীমান্ত নীতির ফলাফল বলে বর্ণনা করেছেন। কীভাবে এত লোকের মৃত্যু হলো তাৎক্ষণিকভাবে জানা না যায়নি।

গ্রীষ্মের মাসগুলিতে টেক্সাসের সান আন্তোনিওতে গরম থাকে। সেখানে সোমবারের তাপমাত্রা ৩৯দশমিক ৪ ড্রিগ্রি সেলসিয়াসে এ পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অত্যধিক গরমের কারণে এমনটি হতে পারে। কারণ বেঁচে থাকা ব্যক্তিরা হিট স্ট্রোক এবং তাপ ক্লান্তিতে ভুগছিলেন।

news24bd.tv/রিমু