পদ্মা সেতুতে যান চলাচল ও নিরাপত্তায় কড়াকড়ি 

পদ্মা সেতুতে যান চলাচল ও নিরাপত্তায় কড়াকড়ি 

পদ্মা সেতুতে যান চলাচল ও নিরাপত্তায় কড়াকড়ি 

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে যান চলাচলে ও নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলেন তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজর দিয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি মোটরসাইকেলবাহী পিকআপও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হেঁটে উঠতে দেওয়া হচ্ছে না লোকজনকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাসদস্যদের টহল দিতেও দেখা গেছে।

এর আগে, রোববার (২৬ জুন) যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দুইজন গুরুতর আহত হয়ে সেতুর ওপর পড়ে আছে।  

এরপর পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

news24bd.tv/রিমু