সিলেটসহ হাওর এলাকায় ব্রিজ বানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

সিলেটসহ হাওর এলাকায় ব্রিজ বানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আহমেদ সুলতান

সিলেটসহ হাওর এলাকায় রাস্তার পরিবর্তে বেশি করে ব্রিজ বানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ দেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। এদিন গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একনেকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় ২ হাজার ২ শ ১৬ কোটি টাকা ব্যয়ের ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

পরে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। জানান, দেশের সব বিভাগীয় শহরে রেল লাইনের জন্য ওভারপাস করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, বন্যা কবলিত এলাকায় পানির চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোন রাস্তা না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সাথে সেসব এলাকায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত না করে ব্রীজ তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, মসলা উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর কথাও বলেন সরকার প্রধান।

অনুষ্ঠানে জনশুমারিতে বাদ পরা নিয়ে অনেকে প্রশ্ন করেন। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।