এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার রাজনৈতিক ও জনসাধারণের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ’
পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য শীর্ষ নেতাসহ ৯৬৩ জনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।
আর গত এপ্রিলে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৯ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। ওই তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও একাধিক সাংবাদিক।
২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইউক্রেনে ৪,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
news24bd.tv/আলী