পদ্মা সেতু : তৃতীয় দিনে টোল আদায় ১ কোটি ৯৪ লাখের বেশি

পদ্মা সেতু

পদ্মা সেতু : তৃতীয় দিনে টোল আদায় ১ কোটি ৯৪ লাখের বেশি

অনলাইন ডেস্ক

শনিবার (২৫ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। এর পরদিন রোববার ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। তৃতীয় দিনে পদ্মা সেতু  টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা। এসময় সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি।

আজ বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান।

এদিন মাওয়া প্রান্তে ৭ হাজার ২১৭টি গাড়ি থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

এছাড়া জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি। যেখান থেকে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা।

এদিকে, পদ্মা সেতুতে যান চলাচলে ও নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলেন তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজর দিয়েছে। সেতুতে হেঁটে উঠতে দেওয়া হচ্ছে না লোকজনকে। বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল।  

news24bd.tv/রিমু