সংসদে রওশন এরশাদের খবর নিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

সংসদে রওশন এরশাদের খবর নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে সংসদে ফিরেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বুধবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে যোগ দেন বিরোধী দলীয় এই নেতা। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা নিজ আসন ছেড়ে বিরোধী দলীয় নেতার আসনের পাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ বিষয়ে সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, সংসদে অসুস্থ বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সংসদ নেতা নিজেই তার আসনের কাছে চলে গেছেন।

এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বড় সৌন্দর্য।

উল্লেখ্য, প্রায় আট মাস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুন দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

news24bd.tv/কামরুল