ঈদুল আজহা কবে, জানা যাবে আজ 

প্রতীকী ছবি

ঈদুল আজহা কবে, জানা যাবে আজ 

অনলাইন ডেস্ক

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জানা যাবে কবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়।

কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবেন। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই মোতাবেক ১০ জিলহজ (রবিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১১ জুলাই (সোমবার) সারাদেশে ঈদ উদযাপিত হবে।

news24bd.tv/রিমু