ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে বাড়ছে পানি, ফের বন্যার অবনতির শঙ্কা

সংগৃহীত ছবি

ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে বাড়ছে পানি, ফের বন্যার অবনতির শঙ্কা

অনলাইন ডেস্ক

গতকাল বুধবারের ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জে বাড়ছে পানি। আজ বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। টানা ভারী বৃষ্টিপাতে আবার নদ-নদী ও হাওরে পানি বেড়ে নতুন করে মানুষের বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কাজীর পয়েন্টে আবার বন্যার পানি উঠেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৭৫ সেন্টিমিটার। পানি বাড়ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন বৃষ্টি হয়েছিল ১৯৫ মিলিমিটার।

চেরাপুঞ্জিতে গতকাল বৃষ্টি হয়েছে ৯৫ মিলিমিটার। সুনামগঞ্জ শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও ছাতক উপজেলা শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও আবার বৃদ্ধি পাচ্ছে।

সুনামগঞ্জে ১৬ জুন থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। মাঝখানে এক সপ্তাহ বিরতি দিয়ে আবার ২৭ জুন থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফলে পানি বাড়ছে গ্রামাঞ্চলেও। সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বলেন, একরাতেই অন্তত দেড় ফুট পানি বেড়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো থামছেই না। বৃষ্টি না থামলে তো পানি বাড়তেই থাকবে।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, মাঝখানে কিছুটা উন্নতি হয়েছিল। এখন যেহেতু আবার বৃষ্টি হচ্ছে তাই পানি কিছুটা বাড়ছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো পূর্বাভাস নেই।

সুনামগঞ্জে মাঝখানে বন্যার পরিস্থিতির উন্নতি হলেও এখনো জেলার বিভিন্ন উপজেলার রাস্তাঘাট, বাড়িঘরে পানি আছে। মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে আছে। অনেকেই ফিরেছে, আবার যাদের বাড়িঘর ব্যাপক ক্ষতি হয়েছে, তারা ফিরতে পারছে না।

news24bd.tv/রিমু