এইচএসসির ফলের অপেক্ষা

এইচএসসির ফলের অপেক্ষা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (১৯ জুলাই) প্রকাশিত হবে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর সারাদেশে একযোগে ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যেই এ ফল প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশ উপলক্ষ্যে সকাল থেকেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় জমাতে শুরু করেছে শিক্ষার্থীরা।

অনেকে অভিভাবক, আত্মীয়-স্বজনদেরও সঙ্গে করে নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগে নিজেদের সর্বশেষ প্রাতিষ্ঠানিক ফল জানতে কলেজ-মাদরাসা ক্যাম্পাসে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থীরা।  

নিয়ম অনুযায়ী, সকালে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী।

 

দুপুর দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ফাঁস হলেও এবার প্রশ্ন ফাঁসের কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সারা দেশের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে এবারের এইএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশ নেয়।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর