বীমার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পরেও টাকা না পাওয়ায় হাজার হাজার গ্রাহক পাওনা টাকার দাবিতে নোয়াখালীতে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স লিমিটেড সার্ভিস সেল অফিস ঘেরাও করে রাখে এবং মাইজদী অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় গ্রাহকদের হামলায় অফিসের স্টাফ দুলাল আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুুপুর থেকে রাত ৩ পর্যন্ত তারা মাইজদী অফিসের সামনে অবস্থান করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে কিছু কিছু বীমা গ্রাহকের টাকা দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
news24bd.tv/কামরুল