চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার উপজেলার খিদিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক ৩৫ বছর বয়সী তাসলিমা একই এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর এলাকায় তাসলিমার বাসায় অভিযান চালায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা জানান, তিনি দ্বিতীয় স্ত্রী। স্বামীর প্রথম বিয়ে সম্পর্কে সবকিছু জেনেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকে স্বামী তাকে কম টাকা-পয়সা দিতেন।
news24bd.tv/আলী