আগারগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

প্রতীকী ছবি

আগারগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর শেরে-বাংলা নগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. হাবিবুর রহমান খোকন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকনের বাবা আকবর বলেন, আমরা আগারগাঁওয়ের শহীদের টেক বস্তিতে থাকি।

রাতে আমার ছেলে বাসায় ফেরার সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে খোকন গুরুতর আহত হয়।

খবর পেয়ে আহত অবস্থায় খোকনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক জানান, আমার ছেলে আর নেই।

ঢামেক হাসপাতাল পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক