রেকর্ড দামে লিভারপুলে যাচ্ছেন অ্যালিসন

অ্যালিসন বেকার

রেকর্ড দামে লিভারপুলে যাচ্ছেন অ্যালিসন

ক্রীড়া ডেস্ক

বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন এ ব্রাজিলিয়ান। এবার তার স্বদেশি অ্যালিসন বেকার গড়ছেন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ মূল্যের রেকর্ড!

অ্যালিসনকে পেতে ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ব্রিটিশ গণমাধ্যমগুলো এমন সংবাদই প্রকাশ করেছে।

বর্তমানে ইতালিয়ান ক্লাব এএস রোমায় খেলছেন অ্যালিসন। ক্লাবটির হয়ে গেল দুই বছর দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আরেক দফা দারুণ পারফরমেন্সে চাহিদা বেড়ে যায় তার।  

news24bd.tv

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেরও টার্গেট ছিলেন বেকার।

তবে চেলসির গোলরক্ষক থিবো কর্তোয়ার সঙ্গে রিয়ালের আলোচনা প্রায় চূড়ান্ত হওয়ায় ‘অ্যালিসন ভাবনা’ থেকে সরে আসে রিয়াল।  

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লরিস ক্যারিয়াসের দুই-দুইটি সহজ ভুলে শিরোপা হাতছাড়া হয় লিভারপুলের। এরপর থেকেই গোলবারে বিশ্বস্ত হাত খুঁজে চলেছে অল রেড কর্তৃপক্ষ। বিশ্বকাপের মাঝেও একটি প্রীতি ম্যাচে প্রায় একই ভুল করেছিলেন ক্যারিয়াস। তাতেই অ্যালিসনকে পেতে মরিয়া হয়ে ওঠেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

সূত্র: দ্য সান, ডেইরি মিরর

অরিন/
নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর