ইউরোপজুড়ে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার এক জরুরী বৈঠকে ইউরোপে মাঙ্কিপক্সের বিস্তার রোধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইউরোপে গত দুই সপ্তাহে তিনগুণ বেড়েছে মাঙ্কিপক্স। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, বিশ্বব্যাপী ৫১টি দেশে ৫ হাজারের বেশি মাঙ্কিপক্সের ঘটনা রিপোর্ট করা হয়েছে।
ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, 'ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি। '
তিনি বলেন, 'এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক। '
news24bd.tv/রিমু