এনআরবি ব্যাংক লিমিটেডকে সাসটেইনেবিলিটি রেটিং ২০২১-এ শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ এর কাছে স্বীকৃতি মুলক ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাসের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।
সাসটেইনেবল ফাইনান্স, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটিজ (সিএসআর), গ্রিন ফাইনান্স এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটির মতো চারটি সূঁচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এই রেটিং প্রকাশ করেছে।
news24bd.tv/desk