লিসিচানস্ক ঘিরে ফেলার দাবি নাকচ ইউক্রেনের

সংগৃহীত ছবি

লিসিচানস্ক ঘিরে ফেলার দাবি নাকচ ইউক্রেনের

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। প্রায় চার মাসেরও বেশি সময় ধরা চলা অভিযানে এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এবার ইউক্রেনের পূর্ব লুহানস্কের লিসিচানস্ক শহর পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে রাশিয়ার দাবি প্রত্যাখান করেছে ইউক্রেন। লিসিচানস্কের চারপাশে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র।
শহরটি দখল করলে রুশ সেনারা ডোনবাসের পূর্বাঞ্চলে আরও গভীরে প্রবেশ করতে পারবে।

অন্যদিকে, ইউক্রেইনকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তার সঙ্গে চারটি কাউন্টার আর্টিলারি রাডার এবং দেড় লাখের বেশি কামানের গোলা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।

চলমান যুদ্ধে রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ।

news24bd.tv/রিমু