কিশোর গ্যাং সমাজের বিষফোঁড়া

প্রতীকী ছবি

দ্বিতীয় পর্ব

কিশোর গ্যাং সমাজের বিষফোঁড়া

নাঈম  আল  জিকো

বিভিন্ন এলাকার বড়ভাই ও রাজনৈতিক ক্ষমতার আশ্রয়েই মূলত বেড়ে উঠছে কিশোর গ্যাং নামে সমাজের এই বিষফোঁড়া। মাদক ব্যাবসা, এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে ব্যবহার করা হচ্ছে উঠতি বয়সীদের। হাতে তুলে দেয়া হচ্ছে অস্ত্র। চার পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব।

 

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায়ই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার হলেও অধরা থেকে যাচ্ছে তাদের আশ্রয়দাতারা। অভিযোগ আছে, এসব কিশোর গ্যাংকে পেছন থেকে সমর্থন দেয় এলাকার প্রভাবশালী ও রাজনৈতিক শক্তি।

আর নেপথ্যে থাকা এইসব অপরাধীদের আস্কারায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হয়ে উঠছে বেপরোয়া ও ভয়ঙ্কর। তবে এসব বড় ভাইদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরই মধ্যে বেশ কিছু জায়গায় অভিযানও চালিয়েছে তারা।

সমাজবিজ্ঞানী ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই গ্যাং কালচার থেকে কিশোরদের বের করতে বড় ভূমিকা রাখতে পারে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান।

news24bd.tv/কামরুল