নওগাঁয় বাসচাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

প্রতীকী ছবি

নওগাঁয় বাসচাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বাসের চাপায় পিষ্ট হয়ে অটোরিক্সা দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ডে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাটইর গ্রামের মৃত-লাল মোহাম্মদের ছেলে তছিম উদ্দীন (৪৫) এবং একই গ্রামের মৃত-মহির উদ্দীনের ছেলে আজিজুল হক (৪০)।

মান্দা থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী (ঢাকা মেট্রো-চ-৭৭৩৮) বাস মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ডে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়।

তিনি আরো বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সম্পর্কিত খবর