ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে

অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি 

তাসলিম তৌহিদ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সামনে গাড়ি রাখায় অন্তত ৮টি গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন ঈদ উপলক্ষে আগাম বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল টার্মিনালে।  

কোরবানীর ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ।

শেষ মুহূর্তের ভোগান্তি ও যানজট এড়াতে এক সপ্তাহ আগেই বাড়ির পথ ধরেছেন তারা। তবে, পদ্মা সেতু চালু হওয়ায় গাবতলী টার্মিনালে তুলনামূলক যাত্রী কম, বলছেন পরিবহন সংশ্লিষ্টরা।

যাত্রীরা অভিযোগ করেন, ঈদের আগ মুহূর্তের টিকিট পাওয়া যাচ্ছে না। বাস মালিকরা বলছেন, ২৫ জুন থেকে টিকিট বিক্রি শুরু করায় ওই সময়ের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

এদিকে, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে পার্কিংয়ের দায়ে অন্তত ৮টি গাড়ির বাসচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টিকিট কালোবাজারি রোধেও চলছে তদারকি, পরীক্ষা করা হচ্ছে গাড়ি ও বাসচালকের লাইসেন্স।  

রাজধানীর পশুর হাটগুলোর সামনে যাতে ভিড় না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তারা।

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর