এখনও জমেনি পশুর হাট

অনলাইন ডেস্ক

কোরবানির পশু আসতে শুরু করলেও এখনও খুব একটা জমেনি হাট। আর বিক্রেতারা বলছেন হাটে ভারতীয় গরু উঠলে লোকসান গুণতে হবে তাদের। বিদেশি গরু হাটে না তুলতে মনিটরিংএর দাবিও জানিয়েছেন তারা। এদিকে এই প্রথম কোরবানির পশু পরিবহনে আগামী ৬ জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস।

 

দূর দূরান্ত থেকে পশু আসতে শুরু করেছে দেশের বিভিন্ন হাটগুলোতে। রাজধানীর গাবতলীর হাটের গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে সারি সারি গরু। এর মধ্যে চোখ ছুটে যাবে বিশাল আকৃতির গরুগুলোর দিকে। তবে সবার নজর কাড়ছে কুষ্টিয়ার ‘লাল বাহাদুর’।

মালিক যার দাম হাঁকিয়েছেন ২২ লাখ টাকা।  

কৌতুহলী মানুষের নজর কেড়েছে যশোরের ‘হিরো’ এবং জামালপুরের ‘জামাই বাবু’ও।

বিক্রেতারা বলছেন অন্যবারের চাইতে এবার অনেক ভারতীর গরু হাটে উঠেছে। তাই শঙ্কায় রয়েছেন দেশিয় খামারীরা।

এদিকে কোরবানির পশু পরিবহণে আগামী ৬ জুলাই থেকে চালু হতে যাচ্ছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। পশু পরিবহনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ছয় থেকে নয় জুলাই পর্যন্ত চলা এই বিশেষ ট্রেনে চাহিদা বেশি থাকলে ওয়াগনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক