চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের সামনে নিহত ৩

প্রতীকী ছবি

চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের সামনে নিহত ৩

অনলাইন ডেস্ক

সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেটের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আজিম, জাজিম ও ফাহিম নামে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (৩ জুলাই) বিকেলে ওই গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে রাতে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন- সিলেট মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)। তবে তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, আজ রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুজন মারা যান।

বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর