ঝড় তুলছিল ক্যারিবীয়রা, থামালেন মেহেদী-সাকিব

ঝড় তুলছিল ক্যারিবীয়রা, থামালেন মেহেদী-সাকিব

অনলাইন ডেস্ক

ক্যারিবীয়দের সঙ্গে টাইগারদের তিন ম্যাচ সিরিজের প্রথমটি পণ্ড হয়ে গেছে বৃষ্টিতে। আজ রোববার নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে দ্বিতীয় টি-টোয়ন্টি। উইন্ডসর পার্কে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও কাইল মায়ার্স বেশ ভালোভাবেই শুরু করেন ইনিংস।

ইনিংসের প্রথম ওভার করতে আসা তাসকিন আহমেদের প্রথম ওভারে ১৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বলে সিঙ্গেল নেন ব্র্যান্ডন কিং।

তবে শেষ চার বলে ১টি করে চার-ছয়ে কাইল মায়ার্স ৪ বলে নেন ১৩ রান। ঝোড়ো শুরুর আভাস অবশ্য বেশিক্ষণ টিকেনি।

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে শেখ মেহেদী হাসান প্রথম বলেই চার হজম করেন মায়ার্সের কাছে। পরের তিন বল নিতে পারেননি কোনো রান। পঞ্চম বলে ফিরতে হয় বোল্ড। মায়ার্স ৯ বলে করেন ১৭ রান।

তৃতীয় ওভার করতে এসে মোস্তাফিজুর রহমান দেন ৮ রান। চতুর্থ ওভারে সাকিব আল হাসান তুলে নেন শামারাহ ব্রুকসকে। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ব্রুকস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ৩৮ রান। ১৯ রানে কিং ও ২ রানে অপরাজিত আছেন নিকোলাস পুরান।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর