ঈদযাত্রা : কমলাপুরে চতুর্থ দিনে ভিড় আরও বেশি

সংগৃহীত ছবি

ঈদযাত্রা : কমলাপুরে চতুর্থ দিনে ভিড় আরও বেশি

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট পেতে আজ সোমবার চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে।  ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ দেয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট।

জানা গেছে, বেশিরভাগই রাত থেকে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। টিকিট নামের সোনার হরিণ পেতে তাদের অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা।

ইতোমধ্যে কয়েকজন পেয়েছেন টিকিট।

এর আগে, গতকাল রোববার শুরুর দুই ঘণ্টা পরই শেষ হয়ে যায় ৭ জুলাইয়ের টিকিট। সার্ভার জটিলতায় টিকিট না পেয়ে অনেকে কাউন্টারে এসেও ফিরে যান হতাশ হয়ে। সার্বিক ব্যবস্থাপনার অভাব রেলওয়ে কর্তৃপক্ষ স্বীকার করলেও তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হচ্ছে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং আগামীকাল ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

news24bd.tv/রিমু