কুড়িগ্রামে ৩ শতাধিক পরিবার পেল বসুন্ধরার ত্রাণ

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে ৩ শতাধিক পরিবার পেল বসুন্ধরার ত্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে সাড়ে ৩ শতাধিক বানভাসীকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

সোমবার দুপুরে যাত্রাপুর বাজারের ব্যাপারীপাড়া মসজিদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুর, বসুন্ধরা পেপার মিলস্ লি: এর ম্যানেজার (নর্থবেঙ্গল) খায়রুল ইসলাম, কুড়িগ্রাম এরিয়া ম্যানেজার আব্দুল আজিজ, স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম বাচ্চু প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং পরিচালক ইয়াশা সোবহানের উদ্যোগে এবং বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের সৌজন্যে বন্যা দুর্গতদের মাঝে চাল, ডাল, বিস্কিট, চিড়া, গুড়, লবণ, সাবান, খাবার স্যালাইনসহ ১৭টি পণ্য বিতরণ করা হয়।

news24bd.tv/আলী