যশোর বোর্ডে শীর্ষে খুলনা

যশোর বোর্ডে শীর্ষে খুলনা

খুলনা প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে খুলনা জেলা সবার শীর্ষে রয়েছে। পাসের হার ৬৮ দশমিক ৪৫ ভাগ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৬ ভাগ।

আজ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার খুলনা জেলার ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এরমধ্যে ১৩ হাজার ৯৮০ জন পাস করেছে।

এদিকে যশোর বোর্ডে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০টি জেলায় মেয়েদের ৫২ হাজার ৮৭২ জনের মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৬০৬ জন। পাসের হার ৬৫ দশমিক ৪৫।

ছেলেদের ৫৬ হাজার ৮২০ জনের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৬৫২ জন। পাসের হার ৫৫ দশমিক ৭০।  

একইভাবে খুলনায় মেয়েদের ৯ হাজার ৬২৩ জনের মধ্যে পাস করেছে ৬ হাজার ৯৫০ জন। পাসের হার ৭২ দশমিক ২২ শতাংশ। ছেলেদের ১০ হাজার ৮০১ জনের মধ্যে পাস করেছে ৭ হাজার ৩০ জন। পাসের হার ৬৫ দশমিক ০৮ শতাংশ।

খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ জেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ৮১৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৮ ভাগ। গত বছরও এ কলেজটি জেলার মধ্যে প্রথম হয়। গত বছর ৯০৪ জন পরীক্ষার্থী ছিল। পাসের হার ৯৬ দশমিক ৩৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩০০ জন।

এবার খুলনার পর যশোরে পাসের হার ৬৩ দশমিক ৯৫ ভাগ, কুষ্টিয়ায় ৬১ দশমিক ৪২ ভাগ, সাতক্ষীরায় ৫৯ দশমিক ৯৬ ভাগ, বাগেরহাটে ৫৯ দশমিক ৬৭ ভাগ, ঝিনাইদহে ৫৭ দশমিক ৯৭ ভাগ, চুয়াডাঙ্গায় ৫২ দশমিক ৯০ ভাগ, মেহেরপুরে ৫২ দশমিক ৬৯ ভাগ, নড়াইলে ৫২ দশমিক ৫৬ ভাগ ও মাগুরায় পাসের হার ৪৯ দশমিক ৪০ ভাগ নিয়ে যথাক্রমে ফলাফলের তালিকায় স্থান করে নিয়েছে।
 

সম্পর্কিত খবর