‘সিরিয়ায় ইরানের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র বলার কে?’

সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টারা।

‘সিরিয়ায় ইরানের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র বলার কে?’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ায় ইরানি সেনা উপদেষ্টারা কী করছে এবং কতদিন থাকবে তা আমেরিকা ও তার মিত্রদের ভাবনার কোনো বিষয় নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানে সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।

রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

সিরিয়ায় ইরানের উপস্থিতি বৈধ জানিয়ে ড. বেলায়েতি বলেন, সিরিয়ার বৈধ সরকারের আমন্ত্রণে ইরানি সামরিক উপদেষ্টারা দেশটিতে কাজ করছে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা কাজ করছে।

সিরিয়ার সার্বিক অবস্থা পর্যালোচনা করে ইরানের এ কর্মকর্তা বলেন, ইরান ও রাশিয়া যদি সিরিয়া থেকে সেনাদেরকে প্রত্যাহার করে তাহলে মার্কিন সেনারা ঠিকই সিরিয়ায় তাদের তৎপরতা অব্যাহত রাখবে এবং সন্ত্রাসবাদকে সমর্থন দেবে। এ অবস্থায় সিরিয়া নতুন বিপদে পড়বে এবং দেশটিকে অনেক দুর্ভোগ পোহাতে হবে।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পূরণে ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ড. বেলায়েতি।

সম্পর্কিত খবর