নির্বিঘ্ন হবে উত্তরবঙ্গের ঈদ যাত্রা 

খুলে দেয়া হয়েছে নব নির্মিত নলকা সেতুর চার লেইন

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ :

উত্তরবঙ্গের ১৬ জেলার মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হয়েছে নব নির্মিত নলকা সেতুর চার লেইন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে নলকা সেতুটি পুরোপুরি খুলে দেয়া হয় সকাল সাড়ে ১১টায়। এতে এবার ঈদে যানজটবিহীন নির্বিঘ্ন ঈদ যাত্রা আশা করছেন উত্তরবঙ্গের মানুষ।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্তর পর্যন্ত ১৯ কিলোমিটার যানজটের মূল কারণ ছিল ঝুঁকিপূর্ণ নলকা সেতু।

প্রতি বছর ঈদে উত্তরবঙ্গের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো এখানে। গত রোজার ঈদে ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশের নতুন ফোরলেন সেতুর একলেন খুলে দেয়া হয়েছিল। আর এবার খুলে দেয়া হলো সেতুর দু’টি লেনই। এবার যানমুক্ত মহাসড়ক আশা করছেন চালকরা।

ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ঈদকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করে নবনির্মিত নলকা সেতুটির দুই লেনের পাশাপাশি রাস্তার খানাখন্দ সংস্কার কাজ শেষ করা হয়েছে।

চালকরা লেন মেনে গাড়ি চালালে এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করলে ঈদ যাত্রা স্বস্তির হবে বলে আশা হাইওয়ে পুলিশের। প্রতিদিন উত্তরবঙ্গের ১৬ জেলার হাজার হাজার যানবাহন এ মহাসড়ক চললেও ঈদের আগে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুন।

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর