তৃতীয় পর্ব

গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে কিশোররা

নাঈম আল জিকো

পাশ্চাত্য সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ হয়ে গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে কিশোররা। যা দিন দিন রূপ নিচ্ছে বিষবৃক্ষে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অপরাধের সাথে কিশোরদের জড়িয়ে পড়া ঠেকাতে দায় নিতে হবে সবাইকে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এর জন্য সচেতন হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেও।

 

৬০ এর দশক থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় শুরু হয় গ্যাং কালচার। বিভিন্ন মাফিয়া চক্র নিজেদের গ্যাং এর নাম স্প্রে পেইন্টের মাধ্যমে দেয়ালে লেখার মধ্য দিয়ে শক্তির জানান দিত। ভাল সংস্কৃতি কম আমদানি হলেও পাশ্চাত্যের এই নেতিবাচক সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বর্তমান প্রজন্মে। যার জন্য মূলত দায়ী নেট ভিত্তিক বিনোদন ও তথ্য ব্যবস্থা।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই গ্যাং কালচার থেকে বেরিয়ে আসতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তবে বিষয়টি নিয়ে ভিন্নমত আছে বিশেষজ্ঞদের মাঝে। গ্যাং কালচার থেকে কিশোরদের বের করার প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত থাকলেও, দেশের স্বার্থে এর সমাধান অত্যন্ত জরুরি বলে মত সবারই।

news24bd.tv/কামরুল