যশোরে পাশের হার কমছেই

যশোরে পাশের হার কমছেই

যশোর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে গতবছরের চেয়ে আরও পিছিয়েছে যশোর বোর্ড। দুবছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৩ শতাংশ। এবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। গত বছর এই হার ছিল ৭০ দশমিক ০২ ভাগ।

আর ২০১৬ সালে ৮৩ দশমিক ৪২ ভাগ পাসের হার নিয়ে দেশসেরা হয়েছিল যশোর বোর্ড।

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫প্রাপ্তিও কমেছে। এবছর জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৮৯ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৪৭ জন।

আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬।

যশোর বোর্ডে এবছর ১ লাখ ৯ হাজার ৬৯২ জন এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ২৫৮ জন। পাসের হার ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৮৯ জন।

যশোর বোর্ডের ৪টি কলেজ থেকে একজনও পাশ করেনি। এছাড়া এ বোর্ডের শতভাগ পাশকরা কলেজের সংখ্যা ৬ টি।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে’র পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল নিশ্চিত করে জানিয়েছেন, ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ায় তা সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন, কলেজ পরিদর্শক কে এম রব্বানী ও বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মেদসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর