হাটে জায়েদ খান, দাম তিন লাখ টাকা

সংগৃহীত ছবি

হাটে জায়েদ খান, দাম তিন লাখ টাকা

অনলাইন ডেস্ক

প্রতিবারই কোরবানির হাটে তোলা হয় বিভিন্ন নামের গরু। বস, রাজাবাবু, বাদশাসহ নানা ধরনের নাম রাখেন খামারিরা। এমনকি ‘হিরো আলম’ নামেও গরু উঠেছে পশুর হাটে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় পশুর হাটে উঠেছে ‘জায়েদ খান’।

ষাঁড়টির ওজন ৬০০ কেজিরও বেশি।

জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া নিজের লালন-পালন করা গরুর নাম রেখেছেন ‘জায়েদ খান’। সোমবার উপজেলার আহাম্মদপুর কোরবানির পশুর হাটে বিক্রির জন্য জায়েদ খানকে তোলা হয়েছে।

প্রাথমিকভাবে গরুটির দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা।

তবে সোমবার বিকেল পর্যন্ত ‘জায়েদ খানের’ দাম উঠেছে এক লাখ ৮০ হাজার টাকা।

খামারি ইউনুস মিয়া বলেন, এবার কোরবানির পশুর হাটে তোলার জন্য আমার খামারে ২০টিরও বেশি গরু লালন-পালন করেছি। এর মধ্যে খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ‘জায়েদ খানের’ নামও আকর্ষণীয় করে তুলতেই দিয়েছি।

তিনি আরো বলেন, বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের নামে হাটে গরু ওঠায় অনেকেই দেখতে আসছেন।

ঈদুল আজহা উপলক্ষে জেলায় ৭৪টি পশুর হাট বসেছে। এর মধ্যে জেলার ৯টি উপজেলায় রয়েছে ৭০টি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় চারটি। এর মধ্যে পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে।
news24bd.tv/আলী