ময়মনসিংহে তাইজুদ্দিন হত্য মামলায় তিনজনের যাবজ্জীবন

ময়মনসিংহে তাইজুদ্দিন হত্য মামলায় তিনজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ত্রিশালের যুবক তাইজুদ্দিন (২২) হত্যা মামলার ১০ বছরের মাথায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) এবং মজনু মিয়া (২৬)।

তারা সবাই ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি মোবারক হোসেন পলাতক রয়েছে। তবে অপর দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান।

তিনি আরও জানান, ২০১২ সালের ১১ আগস্ট ত্রিশালের কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে তাইজুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে নিহতের বাবা নুরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার র্দীঘ তদন্ত এবং স্বাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক