উত্তরবঙ্গের ২২ জেলার মানুষের জন্য সুখবর। মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি ও সিরাজগঞ্জ অংশের দুটি সেতু খুলে দেওয়ায় এবার ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট বিভাগ।
এ ব্যাপারে কথা হলে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, মহাসড়কের ছোট গর্ত এবং ভাঙা জায়গাগুলো মেরামত করা হচ্ছে। পাশাপাশি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কিছু নতুন গর্ত সৃষ্টি হয়েছে, যা আগামীকালের (বুধবার) মধ্যে মেরামত শেষ হবে।
ঈদে মোবাইল টিম কাজ করবে জানিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, নলকা সেতু খুলে দেওয়ার কারণে গত ঈদুল ফিতরের মতো এবারও হাটিকুমরুল গোলচত্বর এলাকাসহ হাইওয়ে থানার আওতাভুক্ত রাস্তায় কোনো যানজট হবে না বলেই আমরা মনে করছি। এছাড়া মহাসড়কে মোবাইল টিম কাজ করার পাশাপাশি ওয়াচ টাওয়ারের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ ও পর্যালোচনা করা হবে।
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, গত ঈদের মতো কোরবানি ঈদেও ঘরেফেরা মানুষের যাত্রা নিরাপদ এবং যানজটমুক্ত হবে বলে আশা করছি। জেলা ট্রাফিক বিভাগ সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। গত ঈদের মতো এবারও যান চলাচল স্বাভাবিক রাখতে ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।
news24bd.tv তৌহিদ