ঈদের বাকি আর মাত্র ৫দিন। আর তাই বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। তবে শেষ সময়ে এসে পোশাকের পাশাপাশি কসমেটিক গহনার দোকানে ভিড়টা বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ঈদ কেনাকাটায় শুরুর দিকে পোশাকের দোকানে ভিড় থাকলেও শেষে এসে ভিড় বাড়ে কসমেটিক আর গহনার দোকানে।
ঈদুল আযহায় বিক্রি কম হলেও বাজারে এসেছে নতুন নতুন সব গহনার কালেকশন। বিক্রিও ভালো বলে জানান দোকানিরা।
গহনার পাশাপাশি বিক্রি বেড়েছে জুতা কসমেটিকস ও ব্যাগের।
সকালের দিকে ক্রেতা সমাগম কম হলেও বিকেল থেকে বাড়তে থাকে বেচা-কেনা। আগামী ৫দিনে বেচাবিক্রি আরো বাড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
news24bd.tv তৌহিদ