‘আত্মসমর্পণের বিনিময়ে বসবাসের অধিকার’

বিজয়চিহ্ন ভি দেখাচ্ছেন এক সিরিয় সেনা।

‘আত্মসমর্পণের বিনিময়ে বসবাসের অধিকার’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশ দামেস্ক সরকারের কাছে সমর্পন করতে বাধ্য হয়েছে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা। এলাকাটি জর্ডান, লেবানন এবং ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির সীমান্তে অবস্থিত।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বৃহস্পতিবার এ খবর প্রচার করে।

খবরে জানানো হয়, চুক্তির আওতায় সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

বিনিময়ে সেখানে বৈধভাবে বসবাস করার অধিকার পাবে তারা।

এ কাজে ১৯৭৪ সালে গোলান মালভূমিতে প্রতিষ্ঠিত একটি নিরাপদ জোনে সিরিয়ার সেনাবাহিনীকে রাশিয়ার সামরিক পুলিশ সহায়তা দেবে বলে সন্ত্রাসীদের একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক বিষয়ক একটি সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে যে, সন্ত্রাসীরা তাদের নিয়ন্ত্রিত এলাকাটি সিরিয় বাহিনীর কাছে হস্তান্তর করতে চাইছে বা সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে চলে যেতে চাইছে।

সম্পর্কিত খবর