বিএনপি কর্মী নির্ভর দল হয়ে গেছে, জনগণ নির্ভর দল হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এম.পি)।
মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারীপুর সদর উপজেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। তার উপর জনগণের আস্থা আছে বলেই বিএনপি আন্দোলনে যেতে পারে না।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারীপুর সদর উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান বাচ্চু খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুদ আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান আনসারী ও অন্যান্যরা।
news24bd.tv তৌহিদ